Advertisement

থুতু কাণ্ডে শাস্তি বাড়ছে সুয়ারেজের, আরো তিন ম্যাচ নিষিদ্ধ

নয়াদিগন্ত

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

মায়ামি তারকা লুইস সুয়ারেজ |ইন্টারনেট
মায়ামি তারকা লুইস সুয়ারেজ |ইন্টারনেট

থুতু কাণ্ডে আবারো বিপাকে লুইস সুয়ারেজ। লিগস কাপের পর এবার মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ থেকেও পেলেন কড়া সাজার খড়গ। শাস্তি আরো বাড়ল তার, বাড়ছে নিষেধাজ্ঞার মেয়াদ।

প্রতিপক্ষকে থুতু দেয়ায় লিগস কাপ কর্তৃপক্ষ লুইস সুয়ারেজকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। এবার তা আরো তিন ম্যাচ বাড়িয়ে দিল মেজর লিগ সকার। মোট নয় ম্যাচে নিষিদ্ধ থাকবেন সুয়ারেজ।

ঘটনা গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালের। সে ফাইনালে সাউন্ডার্স ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ইন্টার মায়ামিকে। হারের পর তা হজম করতে না পেরে মাঠে হাতাহাতি শুরু করেন মায়ামির অনেকেই।

এ সময় সতীর্থ ও কোচরা আটকে রাখার পরও সুয়ারেজ প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ছুঁড়ে দেন। এই গোলযোগের মাঝেই সার্জিও বুস্কেটস সিয়াটলের ওবেদ ভার্গাসকে ঘুষি মারেন। আক্রমণাত্মক হয়ে উঠেব তোমাস আবিলেসও।

এই ঘটনায় তাদের প্রত্যেকেই শাস্তির মুখোমুখি হন। লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটি সুয়ারেজকে ছয় ম্যাচ,

সার্জিও বুস্কেটস ও আবিলেসকে যথাক্রমে দুই ও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

তবে তারা জানায় এই নিষেধাজ্ঞা কার্যকর শুধু লিগস কাপে। এবারের লিগস কাপ যেহেতু শেষ, নিষেধাজ্ঞার প্রয়োগ হবে তাই আগামী মৌসুমে। ফলে যখন খানিকটা স্বস্তির খুঁজে মায়ামি, তখনই এলো এমএলএসের শাস্তি।

তবে এমএলএস কেবল সুয়ারেজকে শাস্তি দিয়েছে। ইন্টার মায়ামির তারকাকে লিগে নিষিদ্ধ করা হলো তিন ম্যাচের জন্য। যা শুরু হচ্ছে পরবর্তী ম্যাচ থেকেই। অর্থাৎ শনিবার শার্লট এফসির বিপক্ষে খেলতে পারবেন না সুয়ারেজ।

তাদের বাকি দু’জনের বিরুদ্ধে অতিরিক্ত কোনো ব্যবস্থা নেয়নি। লিগে খেলতে তাই বাধা নেই সার্জিও বুস্কেটস ও আবিলেসের।

এদিকে সহিংস আচরণের জন্য কড়া শাস্তি পেয়েছেন সিয়াটলের সহকারী কোচ স্টিভেন লেনহার্ট। মৌসুমের বাকি সময়টার জন্য তার শংসাপত্র কেড়ে নেয়া হয়েছে, ফলে ঘরের মাঠে তিনি কেবল গ্যালারিতে থাকতে পারবেন।

আর অন্য ম্যাচগুলোয় মাঠের কাছাকাছি থাকতে পারবেন না, ড্রেসিং রুমের ধারেকাছে যেতে পারবেন না। আগামী মৌসুম শুরুর আগে আবার পর্যালোচনা করা হবে তার শাস্তি।

Lading . . .