Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের ড্র: কবে, কোথায়, কখন, কোন নিয়মে

চ্যানেল আই

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

নতুন কাঠামোতে ৩৬ দলের অংশগ্রহণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গড়িয়েছে গত মৌসুমে। আগামী সেপ্টেম্বর থেকে একই কাঠামোতে গড়াবে এবারের আসরও। বাছাইয়ের প্লে-অফ পর্ব শেষ হবে রাতে। বৃহস্পতিবার হবে লিগপর্বের ড্র।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ফ্রান্সের মোনাকোয় ড্র অনুষ্ঠিত হবে। গত আসরের মতো এবারও প্রথম রাউন্ডে কোন গ্রুপ থাকছে না। লিগপর্বে হবে খেলা, পয়েন্ট তালিকা হবে একটি।

প্রথমপর্বে দ্বৈবচয়ন পদ্ধতিতে প্রতিপক্ষ হয়ে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। চারটি পটে ভাগ হওয়া দলগুলো চারটি করে ম্যাচ ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে।

প্রথমপর্বে খেলা দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার সেরা আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি আট দল আসবে প্লে-অফের মাধ্যমে। নবম থেকে ২৪ পর্যন্ত দলগুলোর মধ্যে প্লে-অফ থেকে শেষ ষোলোর বাকি আটটি দল নির্ধারিত হবে। পয়েন্টে তলানির বাকি দলগুলো বাদ পড়ে যাবে। আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।

উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম পর্বের ড্রয়ের জন্য চারটি পটে ভাগ করা হবে দলগুলোকে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পাত্রে।

ড্রয়ে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর সফটওয়্যার জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও নির্ধারণ করবে সেই সফটওয়্যার। এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।

প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না। এমনকি একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে লিগপর্বে সরাসরি সুযোগ পেয়েছে ২৮টি দল। টটেনহ্যাম হটস্পার গত মৌসুমে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এবার সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। অন্য সাতটি দল আসছে বাছাইপর্ব থেকে। মঙ্গলবার রাতে বাছাইপর্বের প্লে-অফ থেকে তিনটি দল পেয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। সর্বশেষ চারটি দল নির্ধারিত হবে রাতে চারটি প্লে-অফ ম্যাচ শেষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত হবে কোন ক্লাব কোন পাত্রে থাকবে।

Lading . . .