Advertisement

ফ্রান্সের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নতুন মুখ

নয়াদিগন্ত

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

মোনাকোর তরুণ মিডফিল্ডার মাঘনেস আকলিউচে |ইন্টারনেট
মোনাকোর তরুণ মিডফিল্ডার মাঘনেস আকলিউচে |ইন্টারনেট

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দু’টি ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে লেস ব্লুসরা। দলে আছে চমক, আছে নতুন মুখ।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে ফ্রান্স। এই দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন মোনাকোর তরুণ মিডফিল্ডার মাঘনেস আকলিউচে। গত মৌসুমে মোনাকোর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। চলতি মৌসুমেও শুরুটা ভালোই করেছেন। যার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ফ্রান্স দলে জায়গা পেয়েছেন এই উইঙ্গার।

বিপরীতে পারফর্ম করেও দলে সুযোগ মেলেনি হুগো একিতিকের। দারুণ ছন্দে থাকা লিভারপুলের এই ফরোয়ার্ড প্রধান কোচ দিদিয়ের দেশমের মন কাড়তে পারেননি।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে ফরাসিরা।

গোলরক্ষক : লুকাস শেভালিয়ে, মাইক মেনিয়ান, ব্রিস সাম্বা।

ডিফেন্ডার : লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দাইওত উপামেকানো।

মিডফিল্ডার : দিজিরে দুয়ো, মানু কোনে, আদ্রিয়েন রাবি, অহেলিয়া চুয়ামেনি, কেফরেন থুরাম।

ফরোয়ার্ড : মাঘনেস আকলিউচপ, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

আরও পড়ুন

Lading . . .