Advertisement

৭০০ ম্যাচ শেষে কোথায় নেইমার? কোথায় ছিলেন মেসি, রোনালদো?

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

লিওনেল মেসি ব্যালন ডি’অর জিতেছেন আটবার, ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচবার। দুবার সেরা তিনে থাকলেও বর্ষসেরা ফুটবলারের আনুষ্ঠানিক স্বীকৃতি কখনো পাননি নেইমার। তারপরও মেসি ও রোনালদোর সঙ্গে একই ব্র্যাকেটে উচ্চারিত হয় ব্রাজিলীয় ফরোয়ার্ডের নাম। কারণটা পরিসংখ্যানের আলোকে বিশ্লেষণের চেষ্টা করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘রেডিট সকার’। ক্যারিয়ারের শুরু থেকে চোটের সঙ্গে লড়েও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। গত দেড় দশকের সবচেয়ে প্রভাবশালী তিন ফুটবলারের মধ্যে সবার শেষে ৭০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন নেইমার। ৭০০ ম্যাচ শেষে মেসি, রোনালদো ও নেইমারের পারফরম্যান্স তুলনা করলে দেখা যায়, তাদের এক কাতারে রাখা মোটেও অযৌক্তিক নয়। ক্লাব ও দেশের হয়ে প্রথম ৭০০ ম্যাচে মেসি করেছিলেন ৫৬৫ গোল। রোনালদোর গোল ৪৪৮টি। ৭০০ ম্যাচে নেইমারের গোল ৪৩৩টি। গোলে পিছিয়ে থাকলেও ত্রিরত্নের মধ্যে অ্যাসিস্টে এগিয়ে নেইমার। তিনি বানিয়ে দিয়েছেন ২৪৪ গোল। মেসির অ্যাসিস্ট ২৩২টি, রোনালদোর ১৪৭টি। সব মিলিয়ে গোলে অবদানে নেইমারের অবস্থান দুইয়ে। ৭০০ ম্যাচ শেষে ত্রিরত্নের রেকর্ড লিওনেল মেসি ৫৬৫ গোল ২৩২ অ্যাসিস্ট ৭৯৭ মোট অবদান ক্রিশ্চিয়ানো রোনালদো ৪৪৮ গোল ১৪৭ অ্যাসিস্ট ৫৯৫ মোট অবদান নেইমার ৪৩৩ গোল ২৪৪ অ্যাসিস্ট ৬৭৭ মোট অবদান

Lading . . .