Advertisement

উত্তাল নেপাল : আজই দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

নয়াদিগন্ত

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ফুটবল দল |ইন্টারনেট
বাংলাদেশ ফুটবল দল |ইন্টারনেট

নেপালের রাজধানী কাঠমান্ডু এখন বিক্ষোভে উত্তাল। দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের সামাজিক মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার ছায়া পড়েছে দেশের ফুটবল অঙ্গনেও।

অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বিপাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে খেলতে গিয়ে আটকা পড়েছেন তারা। তবে জানা গেছে আজই উদ্ধার করা হচ্ছে তাদের, ফিরিয়ে আনা হচ্ছে দেশে।

মূলত ২ ম্যাচের প্রীতি সিরিজ খেলতে নেপালে গিয়েছে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। শনিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় দু’দল। তবে জিততে পারেনি কেউ, গোল শূন্য ড্র হয় খেলা। তাই দ্বিতীয় ম্যাচটা রূপ নেয় অলিখিত ফাইনালে।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। পূর্ব নির্ধারিত অনুশীলন সূচি থাকলেও নেপালের বেসামাল পরিস্থিতিতে হোটেল ছেড়েই বের হতে পারেনি তারা।

এদিকে অবস্থা আরো বেগতিক হয়ে যাওয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে শেষ পর্যন্তু ম্যাচটি বাতিল হয়ে গেছে। গতকালই ম্যাচ বাতিলের কথা জানায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েসন (আনফা)।

এ অবস্থায় পরিকল্পনা অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা থাকলেও একদিন আগে আজই দলকে ফিরিয়ে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-0372 ফ্লাইটে করে দেশে ফিরবে।

যদিও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার প্রস্তাব দেয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন টিম ম্যানেজার।

Lading . . .