Advertisement

৮৩ ধাপ এগিয়ে থাকা দ. কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

যুগান্তর

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

ছবি: বাফুফে
ছবি: বাফুফে

৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ২ জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটের তৃষ্ণা রানীর গোলে এগিয়ে চমক দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া মিনিট পাঁচেক পরই সমতায় ফিরে আসে। এই সমতা নিয়েই প্রথমার্ধ শেষে করে দুই দল।

কিন্তু দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া আগ্রাসী ফুটবলে নাস্তানাবুদ করে পিটার বাটলারের শিষ্যদের। বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়ে একে একে পাঁচবার জাল খুঁজে নেয় তারা।

এতে বড় হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় আফঈদাদের। তবে রানার্সআপ হলেও মূল পর্বে আশা একেবারে শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আট গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা তিন রানার্সআপও টিকিট পাবে মূল পর্বের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট গ্রুপের রানার্সআপদের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Lading . . .