প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

কিংসের ব্রাজিলীয় কোচ সার্জিও ফারিয়াস এএফসি চ্যালেঞ্জ লিগের আগেই চলে গেছেন। এবার দলটি আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে। সোমবার কিংসের সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গোমেজ ১৯৯৭ সাল থেকে কোচিং করাচ্ছেন। আর্জেন্টিনা, চীন, গ্রিস, মালয়েশিয়া, ইকুয়েডর, ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে কাজ করেছেন। ১৯৯৯-২০০৩ সালের মধ্যে তিনি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও ইতালির ক্লাব ইন্টার মিলানে সহকারী কোচের দায়িত্ব পালন করেন। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বাইরে এশিয়াতেও দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে ৭০ বছর বয়সি এই কোচের।
শেখ সালমান আসছেন ঢাকায়
২৩-২৬ নভেম্বর বাংলাদেশ সফর করবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান। তার উপস্থিতিতে ২৪ বা ২৫ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চায় বাফুফে। সোমবার প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি ও জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। ৩০ আগস্ট মুন্সীগঞ্জ স্টেডিয়ামে মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলার ম্যাচ দিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।
আরও পড়ুন