Advertisement

১২০০ কোটি টাকা ট্রান্সফার ফি’তে বেনইয়ামিন ম্যানইউতে

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

বেনইয়ামিন সেসকো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। নিউক্যাসলের সঙ্গে ট্রান্সফার যুদ্ধে জিতে স্লোভেনিয়ার ২২ বছরের এই ফরোয়ার্ডকে নিজেদের তাঁবুতে নিয়ে এসেছে ম্যানইউ। জার্মানির ক্লাব লিপজিগ থেকে সেসকোকে পাঁচ বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে আনতে ম্যানইউকে ট্রান্সফার ফি গুনতে হয়েছে ৭৪ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা)। শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রথম পা দেন এই তরুণ তুর্কি।

‘থিয়েটার অব ড্রিমস’ ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে গাঁটছাড়া বাঁধার পর সেসকো বলেন, ‘ম্যানইউর ইতিহাস অবশ্যই বিশেষ কিছু। কিন্তু আমি রোমাঞ্চিত ভবিষ্যতের কথা ভেবে।’ বুন্দেসলিগায় গত মৌসুমে লিপজিগের হয়ে ৩৩ ম্যাচে ১৩ গোল করা সুদর্শন ফরোয়ার্ড সেসকো ম্যানইউতে বেতন পাবেন প্রতি সপ্তাহে এক লাখ ৬০ হাজার পাউন্ড। ক্লাবের অষ্টম সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার তিনি। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেললে সেসকোর বেতন বেড়ে দাঁড়াবে প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ড। স্লোভেনিয়া জাতীয় ফুটবল দলের হয়ে ৪১ ম্যাচে ১৬ গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট রয়েছে তার।

আরও পড়ুন

Lading . . .