৩ বছরের চুক্তিতে সৌদির আল-হিলালে ২৬ বর্ষী নুনেজ
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

সৌদি ক্লাব আল-হিলালের আক্রমণে যোগ হল নতুন নাম। উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ লিভারপুল ছেড়ে এখন রিয়াদে। ৩ বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের আল-হিলালে যোগ দিয়েছেন তিনি।
রোববার আল-হিলালের সাথে চুক্তি সম্পন্ন করেছেন নুনেজ। রিয়াদের ক্লাবটি খরচ করেছে ৫৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি। গত সপ্তাহে দুদল আলোচনায় বসে নুনেজের দলবদলের জন্য। আল-হিলাল ২৬ বর্ষী তারকার স্বাক্ষর নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেয় , উভয়পক্ষই সপ্তাহের শুরুতে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করে ফেলে।
ইন্টার মিলানের সাবেক কোচ সিমোন ইনজাঘি সৌদি দলটির দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক ইউরোপ-লাতিন ও আফ্রিকান খেলোয়াড় দলে টানছেন। নুনেজকে নেয়ার আগে পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও ক্যানসেলোকে দলে এনেছেন। কালিদু কৌলিবালি এবং আলেক্সান্ডার মিত্রোভিচের মতো তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছেন তিনি।
উরুগুয়ে তারকা স্ট্রাইকার ২০২২ সালে পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে ৬৪ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। তিন মৌসুমে ১৪৩ ম্যাচে ৪০ গোল করেছেন। গত মৌসুমে তার ক্লাব প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে।