Advertisement

বড় শাস্তির মুখে আল হিলাল

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

আল হিলাল |ইন্টারনেট
আল হিলাল |ইন্টারনেট

সুপার কাপ থেকে নাম সরিয়ে নেয়ায় আল হিলালের প্রতি নাখোশ সৌদি ফুটবল। বড় শাস্তির মুখে পাঁচবারের চ্যাম্পিয়নরা, দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। থাকছে আর্থিক জরিমানাও।

গতকাল মঙ্গলবার তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি।

চার দল নিয়ে আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত হবে সৌদি সুপার কাপ। কিন্তু এই আসরে সুযোগ পেয়েও নিজেদের সরিয়ে নেয় আল হিলাল। যা ভালোভাবে নেয়নি ফেডারেশন।

মূলত ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার কারণে খেলোয়াড়দের ক্লান্তির কথা উল্লেখ করে আসর থেকে নিজেদের সরিয়ে নেয় আল হিলাল। ফুটবলারদের বিশ্রাম দিতে চাচ্ছিল তারা।

এসএএফএফ ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এক বিবৃতিতে জানায়, ২০২৫-২৬ মৌসুমের সৌদি সুপার কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আল হিলাল।

এর মাধ্যমে তারা শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা (৫৯-৩) ভঙ্গ করেছে। তাই তাদেরকে পাঁচ লাখ সৌদি রিয়ালস (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৬২ লাখ টাকার বেশি) জরিমানা দিতে হবে।

সাথে তারা আরো জানায়, আল হিলাল যোগ্যতা অর্জন করলেও আগামী মৌসুমের সুপার কাপেও অংশ নিতে পারবে না এবং এ মৌসুমে বরাদ্দ দেয়া অর্থও পাবে না।

অবশ্য শাস্তি দিলেও আল হিলালকে আপিলের সুযোগ দিচ্ছে সৌদি ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, সৌদি সুপার কাপ আয়োজিত হয় মূলত কিংস কাপ ও সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আর রানার-আপ ৪ দল নিয়ে। গত মৌসুমে প্রো লিগে দ্বিতীয় হয়ে আসরটিতে জায়গা করে নেয় আল হিলাল।

তবে নাম সরিয়ে নেয়ায় তাদের পরিবর্তে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব আল আহলি।

আরও পড়ুন

Lading . . .