প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

প্রিমিয়ার ফুটবল লিগের প্রস্তুতি ক্যাম্প আজ শুরু করছে ফর্টিস এফসি। চার বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে তারা। কোচ মাসুদ পারভেজ কায়সারের তত্ত্বাবধানে ফর্টিসের নিজস্ব মাঠে অনুশীলন চলবে। এদিকে ৩৫ বছর পর ঘরোয়া ফুটবল লিগে শ্রীলংকার ফুটবলার দেখা যাবে এবার। শ্রীলংকা জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলকিপার দীর্ঘদেহী সুজান পেরেরাকে দলে টেনেছে ফর্টিস। আশির দশকে ঢাকার ফুটবল লিগে শ্রীলংকানদের মধ্যে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন পাকির আলী ও প্রেমলাল এবং মোহামেডানের হয়ে অশোকা।
এছাড়া গত মৌসুমে খেলা দুই গাম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার পা ওমর এবং সেন্টার ব্যাক ইসা জালোকে রেখে দিয়েছে ক্লাবটি। এছাড়া নাইজেরিয়ান স্ট্রাইকার ওকাফোরকে আনছে তারা। ক্লাবের ফুটবল ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা অনুশীলন শুরু করছি। স্থানীয় ফুটবলাররা রিপোর্ট করেছেন। বিদেশিদের আসতে আরও দুই সপ্তাহ লাগবে।’
আরও পড়ুন