ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে লাওসের পথে আফঈদা-স্বপ্নারা
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

কদিন আগে ভুটানে মেয়েদের লিগের ক্লাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও স্বপ্না রানী। ভুটান মেয়েদের লিগের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে তারা এবার যাচ্ছেন লাওসে। খেলবেন এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ।
আফঈদা ও স্বপ্নাদের সাথে আছেন বাংলাদেশের তিন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন এবং শাহেদা আক্তার রিপা। রয়্যাল থিম্পু কলেজ ক্লাবে তারা আগেই যোগ দিয়েছিলেন।
এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে বাংলাদেশের পাঁচ তারকা ক্লাবের জার্সি গায়ে একসঙ্গে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফরোয়ার্ড শাহেদা আক্তার লিখেছেন, ‘বিকাল ৪টা ১০ মিনিটে ভুটান থেকে লাওসের উদ্দেশ্যে রওনা দিবো। লাওসে অনুষ্ঠিত এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা খেলবো।’
‘আমরা রয়েল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশ থেকে তহুরা আপু, শামসুন্নাহার জুনিয়র, আমি, আফঈদা ও স্বপ্না খেলবো। আমাদের জন্য দোয়া করবেন।’
বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। লিখেছেন, ‘এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। লাওসের পথে যাচ্ছি।’
বর্তমানে ভুটান মেয়েদের লিগে বাংলাদেশের ১৫ জন বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন। লিগের শীর্ষে থাকা পারো এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন দেশসেরা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন।