Advertisement

ইয়ামালের সঙ্গী হতে বার্সেলোনায় র‍্যাশফোর্ড

চ্যানেল আই

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

বার্সেলোনায় এক মৌসুমের জন্য ধারে খেলেতে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাশ র‍্যাশফোর্ড। চুক্তিতে আছে পরে তাকে কিনতেও পারবে কাতালান ক্লাবটি। রোববার রাতে মেডিকেল টেস্ট সারতে ম্যানচেস্টার থেকে ব্যক্তিগত বিমানে স্প্যানিশ জায়ান্টদের ডেরায় আসেন তিনি।

দুই ক্লাবের সমঝোতা শেষে গত সপ্তাহে চুক্তির বিষয়গুলো সম্পন্ন হয়। ধার শেষেে ২৭ বর্ষী ইংলিশ তারকাকে কিনতে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।

ইউনাইটেড কোচ রুবেন আমোরিমকে গত ডিসেম্বরে নতুন গন্তব্য ও চ্যালেঞ্জের কথা জানান র‍্যাশফোর্ড। বার্সায় আসার আগে ধারে অ্যাস্টন ভিলায় খেলেছেন তিনি। ইংলিশ ক্লাবটিতে গত মৌসুমে ৬ মাস খেলেন।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, প্রাক-মৌসুমে বৃহস্পতিবার জাপান ও সাউথ কোরিয়া সফরে যাচ্ছে হ্যান্সি ফ্লিকের বার্সা। সঙ্গী হতে দ্রুত মেডিকেল সেরেছেন র‍্যাশফোর্ড। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে ন্যু ক্যাম্পে।

ওল্ড ট্রাফোর্ডে চড়া বেতনে চুক্তি করা র‌্যাশফোর্ডের মেয়াদ আছে তিন বছরের কাছাকাছি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ বছর বয়সে ইউনাইটেডে অভিষেক তার। ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন রেড ডেভিলদের হয়ে।

Lading . . .