Advertisement

এমবাপের নেতৃত্বে বিশ্বকাপ বাছাই খেলবে ফ্রান্স

চ্যানেল আই

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

ম্যাগনেস আকলিউচ
ম্যাগনেস আকলিউচ

মোনাকোর হয়ে আলো ছড়িয়েছেন ম্যাগনেস আকলিউচ। তাতে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাই সামনে রেখে ফ্রান্স স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২৩ বর্ষী উইঙ্গার।

২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচ দুটি সামনে রেখে বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।

গত মৌসুমে আকলিউচ মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৭ গোল করেছেন। অ্যাসিস্ট করেন ১২টি। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচে গোল পেয়েছেন একটি। তাতেই নজর কেড়েছেন দেশমের।

কাইলিয়ান এমবাপের নেতৃত্বে বাছাইয়ের মিশন শুরু করবে ফ্রান্স। দলে আছেন উসমান দেম্বেলে, দিজিয়ে দুয়ে ও অরেলিয়া শুয়ামেনির তারকা ফুটবলাররা।

ফ্রান্সের বাছাই দল-
গোলরক্ষক: শেভেলিয়ার, মাইক ম্যাগনান, সাম্বা
ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্টো, লুকাস হের্নান্দেজ, থিও হের্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কৌন্ডে, উইলিয়াম সালিবা, ডাওট উপামেকানো।
মিডফিল্ডার: আদ্রিয়েন রাবিওত, দিজিয়ে ডুয়ে, মানু কোনে, অরেলিয়া শুয়ামেনি ও খেফ্রেন থুরাম।
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচ, ব্র‌্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে ডেম্বেলে, কাইলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।
কোচ : দিদিয়ের দেশম

Lading . . .