প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শানিত করতে আজ নেপাল যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। দুপুর ১টার ফ্লাইটে রওয়ানা হবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিক দলের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবেন তারা। তবে এ ম্যাচে হামজাকে পাবেন না কোচ হাভিয়ের কাবরেরা। সফরে কিংসের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকেও না পাওয়ার শঙ্কা রয়েছে। ইনজুরিতে পড়লেও ৩১ আগস্ট তিনি যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। কিংসের হয়ে প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়েছিলেন এই ফরোয়ার্ড। কাবরেরা অবশ্য তাকে দলের সঙ্গে রেখেছেন। তবে অনুশীলনে শতভাগ দিতে দেখা যায়নি তাকে।
ফাহিম সম্পর্কে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ফাহিমের চোট নিয়ে ভাবনায় পড়েছি আমরা। সে পর্যবেক্ষণে রয়েছে। তবে দলের সঙ্গে নেপাল যাবে। যদি ফিট থাকে নেপালের বিপক্ষে তাকে খেলানো হবে।’ এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রস্তুতি সেরেছে ফর্টিস এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। ম্যাচটি রুদ্ধদ্বার হয়েছে। ফল জানায়নি বাফুফে।
আরও পড়ুন