প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়া সফরের পরিকল্পনায় পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সেলেসাও ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাতিন আমেরিকার দলটি।
সম্প্রতি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। তার দল সাউথ কোরিয়ার বিপক্ষে সিউলে প্রীতি ম্যাচ খেলবে ১০ অক্টোবর। আর টোকিওতে জাপানের বিপক্ষে ম্যাচটি খেলবে ১৪ অক্টোবর।
ইতিমধ্যে সাউথ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের বাছাই খেলে টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখনও তাদের বাকি আছে বাছাইয়ের দুটি ম্যাচ। তাতে সেলেসাওরা ৫ সেপ্টেম্বর খেলবে চিলির বিপক্ষে। আর ১০ সেপ্টেম্বর মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে।
ব্রাজিল ফুটবলের সাধারণ কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো বলেছেন, ‘২০২৬ সালের জুন-জুলাইয়ে তিনদেশ নিয়ে আয়োজন হতে চলেছে বিশ্বকাপের ২৩তম আসর। যেজন্য বিভিন্ন দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বড় মঞ্চের জন্য নিজেদের তৈরি করতে হবে। এশিয়ার দুটি ম্যাচ সেরে আমাদের পরিকল্পনা নভেম্বরে আফ্রিকান জাতীয় দলগুলোর বিপক্ষে ও ২০২৬ সালের মার্চ ও জুনে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে খেলা।’
‘আমরা বুঝি বিশ্বজুড়ে বিভিন্ন ধাঁচের ফুটবলের মুখোমুখিতে ভালো অভিজ্ঞতা সঞ্চার হবে। এসব ম্যাচ আমাদের অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলবে, যাতে আমরা বিশ্বকাপে সেসবের সম্মুখীন হতে পারি।’
আনচেলত্তি বলেছেন, ‘আসন্ন ৪৮ দল নিয়ে বিশ্বকাপের জন্য আশা করছি ম্যাচগুলো থেকে আমি খেলোয়াড়দের সম্পর্কে বেশ ধারণা পাবো।’