প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষেধাজ্ঞার বার্তা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। মঙ্গলবার ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে এআইএফএফের সংবিধান অনুমোদন করতে হবে। বার্তা না মানলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দেশটির ফুটবল।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ফিফা ও এএফসির এমন স্থগিতাদেশ ভারতের জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলোর আন্তর্জাতিক আসরে অংশগ্রহণে বাধা হয়ে আসতে পারে।
এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কাছে পাঠানো চিঠিতে ফেডারেশনের সংশোধিত সংবিধান চূড়ান্ত করে বাস্তবায়নের ব্যর্থতায় বেশ উদ্বেগ প্রকাশ করেছে ফিফা ও এএফসি। ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থলে যে প্রশাসনিক কাঠামো রয়েছে, সেখানে শূন্যতা ও আইনি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে চিঠিটিতে।
এর আগেও ফিফা থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, ২০২২ সালের ১৬ আগস্ট। সেবার দেশটির উচ্চ আদালত থেকে তদারকিতে হস্তক্ষেপ করে তৃতীয় পক্ষ।
যেজন্য ফেডারেশনের দায়িত্বে থাকা কমিটির প্রস্তাবনা বাতিল করে নতুন করে নির্বাচন করা হয়। তখনই সভাপতি নির্বাচিত হয় চৌবে। যার দশদিন পরে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেয়।