প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

তিন সপ্তাহেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন লিওেনেল মেসি। চোট কাটিয়ে প্রত্যাবর্তনের দিনেই দ্যুতি ছড়িয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। আটবারের ব্যালন ডি’অর জয়ীর জোড়া গোলে লিগস কাপের সেমিফাইনালে অরলান্ডো সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। তাতে দ্বিতীয় বারের মত লিগস কাপের ফাইনালে উঠেছে মেজর লিগ সকারের দলটি।
চেজ স্টেডিয়ামে ফ্লোরিডা ডার্বির প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মিয়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে অরলান্ডো উইঙ্গার মার্কো পাসালিচ মিয়ামির জালে বল জড়ান। ১-০ ব্যবধানে এক লেগের সেমিফাইনালে শুরুতেই পিছিয়ে পড়ে মিয়ামি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। ৭৫ মিনিটে ডিবক্সের মধ্যে ফাউল করায় সিটির ডেভিড ব্রেকালোকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় মিয়ামি। স্পট কিক থেকে মেসি ৭৭ মিনিটে সিটির জালে বল জড়িয়ে মিয়ামিকে সমতায় ফেরান।
৮৮ মিনিটে আবারও সিটির জালে বল জড়ান মেসি। ২-১ গোলে এগিয়ে যায় মিয়ামি। এরপর যোগ করা সময়ে ১ মিনিটের মাথায় সিটির জালে বল জড়ান মিয়ামির ভেনিজুয়েলার মিডফিল্ডার তালাস্কো সেগোভিয়া।
৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে দ্বিতীয় শিরোপার খোঁজে মিয়ামি। ২০২২-২৩ মৌসুমে লিগস কাপ ঘরে তোলে তারা। তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যকার জয়ী দল।