Advertisement

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর নতুন মাইলফলক

চ্যানেল আই

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে রোমাঞ্চে ভরপুর ম্যাচে পুসকাস এরিনাতে শেষ সময়ে জোয়াও ক্যানসেলোর গোলে ৩-২তে জয় পেয়েছে পর্তুগাল। স্পট কিক থেকে জাতীয় দলের হয়ে ১৪১তম গোলের দেখা পান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৪৩তম গোল।

৪০ বর্ষে পা দেয়ার পরে রোনালদো পর্তুগালের জার্সিতে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেয়েছেন। শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন আল নাসের ফরোয়ার্ড।

রোনালদো বিশ্বকাপ বাছাইয়ে খেলেছেন ৪৯ ম্যাচ। ৩৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। বিপরীতে দুই ম্যাচ কম খেলেছেন রুইজ। সমসংখ্যক গোল করে সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি।

আগামী ১২ অক্টোবর বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচে গোল করলেই নতুন ইতিহাস গড়বেন রোনালদো।

Lading . . .