Advertisement

জিতে শেষ করল ভুটান, তলানিতে শ্রীলঙ্কা

চ্যানেল আই

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জিতে শেষ করেছে ভুটান। শ্রীলঙ্কার মেয়েদের হারিয়েছে ৫-০ গোলে। জয়ে আসর শেষ করল দিক্ষা রায়ের দল। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে চার দলের আসরে তাদের অবস্থান তৃতীয়।

অন্যদিকে সব ম্যাচে হেরে আসরে তলানির দল শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে ৯-১ গোলের হার দিয়ে শুরু করা থারুশিকা ডি’র দল শেষ ম্যাচে হেরেছে ভুটানের কাছে। তাদের পয়েন্ট শূন্য।

ভুটানের বিপক্ষে বেশ গোছানো শ্রীলঙ্কাকে দেখা গেছে। প্রথমার্ধে বেশকিছু আক্রমণ গড়েন লঙ্কান স্ট্রাইকার লায়ানশিকা জোশাথারনকে। জালের দেখা যদিও পায়নি দলটি। উল্টো বিরতির মিনিট পাঁচেক আগে প্রথম গোল আদায় করে নেন ভুটানের প্রিয়া গ্যালে। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ভুটান।

বিরতির পর প্রথমার্ধের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিল ভুটান। ৬০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলের পর ৬৪ মিনিটে তৃতীয় ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন প্রিয়া। শ্রীলঙ্কান খেলোয়াড়দের গাছাড়া ভাবের খেলায় হ্যাটট্রিক তুলে নিতে অসুবিধা হয়নি প্রিয়ার।

৭৩ মিনিটে ম্যাচের চতুর্থ গোল আদায় করে নেয় ভুটান। গোল করেন গ্যাংগাই ওয়াংমো। ৮১ মিনিটে আসে পঞ্চম গোল। শ্রীলঙ্কার জালে গোলটি জড়িয়েছেন বদলি নামা নামসেল ওয়াংজোম। ৫-০ গোলে এগিয়ে যায় ভুটান। ওই ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

Lading . . .