Advertisement

এশিয়ান কাপের প্রস্তুতি নিতে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নয়াদিগন্ত

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ |ইন্টারনেট
অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ |ইন্টারনেট

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ম্যাচগুলো যেমন গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষও তেমন বেশ শক্তিশালী বলা যায়। এমতাবস্থায় সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচের আয়োজন করছে বাফুফে।

আগামী বছর দু’টি এএফসি নারী এশিয়ান কাপের মূল প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। মার্চে অস্ট্রেলিয়ায় জাতীয় ফুটবল দল ও এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবেন সাগরিকারা।

এই দু’টি প্রতিযোগিতা সামনে রেখে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

থাইল্যান্ডের মাটিতেই আগামী ২৫ ও ২৮ অক্টোবর হবে অ্যাওয়ে ম্যাচ দু’টি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

২০২৬ সালের ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। যে কারণে বেশ কিছু বয়সভিত্তিক দলের খেলোয়াড়কে দেখা যাবে সিনিয়র দলের এই প্রীতি ম্যাচে।

এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাফুফে ভবনে সাংবাদমাধ্যমকে কিরণ বলেন, ‘অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দু’টি ম্যাচ খেলব। সেপ্টেম্বরে অনুশীলন করে, পরে আমরা অক্টোবরে খেলব।’

তারপর জাপানে যাবেন ঋতুপর্ণারা। সেখানে লম্বা একটা সময় কাটাবেন তারা। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘৩০ অক্টোবর দল চলে যাবে জাপানে। ফিরবে ২০ নভেম্বর। সেখানে আমাদের ৪০ জনের স্কোয়াড থাকবে। অনূর্ধ্ব-২০ দলের কিছু খেলোয়াড়ও নেব।’

উল্লেখ্য, এবারই প্রথম নারী দল খেলবে এশিয়ান কাপে। গত জুন-জুলাইয়ে মিয়ানমারে হওয়া বাছাই খেলেই মূলপর্বে জায়গা করে নেন ঋতুপর্ণারা। দু’টি সাফজয়ীদের কাছে সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে আরো।

সাফল্য আনতে নারী দলকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতে চায় বাফুফে। এই সম্পর্কে কিরণ জানান, খেলোয়াড়দের নিয়ে এবার ক্যাম্প হবে হোটেলে কিংবা উন্নতমানের কোনো রিসোর্টে রেখে।

কিরণ বলেন, ‘সিনিয়র দলের মতো একইভাবে অনূর্ধ্ব-২০ নারী জন্যও থাকবে অনুশীলন, হোটেল সুযোগ-সুবিধা।’ আর্থিক ব্যাপারে বাফুফে প্রেসিডেন্টে তাবিথ আউয়ালের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

Lading . . .