প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। আজ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ।
৭০-৮২ এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শটে গোল দেন ফাহমিদুল। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের এটা প্রথম গোল।
দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড আল আমিন।
আট মিনিট পর মহসিন আহমেদ গোল করেন। এটাও লং বল থেকে। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন।
অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে তিনি বক্সের উপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় সূচক গোলটি করেন। ইনজুরির টাইমে সিঙ্গাপুর এক গোল পরিশোধ করে।
ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত সিঙ্গাপুর দুর্দান্ত খেলেছিল। একাধিক গোলের সুযোগ মিস করেছে তারা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কয়েকটি অসাধারণ সেভ করেছেন।
দ্বিতীয়ার্ধে ফাহমদিুলকে নামানোর পরই খেলার চিত্র বদলে যায়। তিনিই দলকে গোলের পথ দেখান। ফাহমিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুর ডিফেন্স কুপোকাত হয়। মূলত এই দুই জনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর।
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোলও পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে।
বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এএফসি’র মূল আসরে খেলবে। এজন্য প্রথমবারের মতো ২৩ দলকে বাহরাইনে পাঠিয়ে দুটি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল। এত প্রস্ততির পরও বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারেনি। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।
আরও পড়ুন