প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
-68d35953833cb.jpg)
বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে হারলেও ফেডারেশন কাপে জয় দিয়ে শুরু করেছে মোহামেডান। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে তারা ৩-২ গোলে হারায় পুলিশকে। কিংস অ্যারেনায় একই গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে ফর্টিস এফসি। ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়েছেন ঘানার এই ফরোয়ার্ড। নতুন ক্লাবে বোয়াটেং গোলের খাতা খুললেন হ্যাটট্রিক দিয়ে।
এদিকে চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হলেও ফেডারেশন কাপে ড্র দিয়ে যাত্রা শুরু করল কিংস। নিজেদের আঙিনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে ফর্টিস এফসির সঙ্গে। মঙ্গলবার শুরু হওয়া ফেডারেশন কাপ দুই ম্যাচ পরই চলে গেল লম্বা বিরতিতে। জাতীয় দলের এশিয়ান কাপের ম্যাচের কারণে এক মাস বন্ধ থাকবে ফেডারেশন কাপ। আবার শুরু হবে ২৪ অক্টোবর।
আরও পড়ুন