ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর একে আল-নাসেরের গোল উৎসব
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

সৌদি প্রো লিগে আল-তাউনের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় দিয়ে লিগে শুভ সূচনা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসের। শুক্রবার রাতে কিং আব্দুল্লাহ আল ফাহাদ স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। সৌদিতে এসেই নিজের প্রতিভার জানান দিতে শুরু করেছেন এ ২৫ বর্ষী তারকা।
সাদিও মানে, রোনালদোসহ চলতি মৌসুমে নতুন চুক্তিতে ফেলিক্স ও কিংসলে কোমানকে নিয়ে আক্রমণভাগকে সুসজ্জিত করেই লিগের প্রথম ম্যাচে নামে আল-নাসের। প্রথমার্ধের শুরুতেই সাত মিনিটের মাথায় আল-তাউনের জালে বল জড়ান ফেলিক্স। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসের।
দ্বিতীয়ার্ধের খেলার ৫৪ মিনিটে আল-নাসেরের অধিনায়ক রোনালদো স্পট কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান। তার এক মিনিট পর প্রতিপক্ষের জালে তৃতীয় বলটি পাঠান ফরাসি কোমান।
আল-নাসেরের হয়ে মানের অ্যাসিস্টে ৬৭ মিনিটে ক্লাবের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। পর্তুগীজ তারকার প্রো লিগের প্রথম হ্যাটট্রিক পূরণ করতে অপেক্ষা করতে হয় ৮৭ মিনিট পর্যন্ত। এ সময় গোল করে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের গোল ব্যবধান আরও বাড়ান তিনি।
আল নাসেরের গোল বন্যার দিনে আল তাউনের গোলবারে লক্ষ্য করে ২১টি শট নেন রোনালদোরা। বলদখলেও এগিয়ে ছিল আল-নাসের। ৬০ ভাগ বলই ছিল তাদের দখলে।
সৌদি প্রো লিগের নিজেদের প্রথম ম্যাচের জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল-নাসের। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে টেবিলের তলানিতে অবস্থান আল-তাউনের।