Advertisement

চেলসিকে বিশেষ সম্মাননা জানাল উয়েফা

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

নতুন কাঠামোয় ৩৬ দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গড়িয়েছে গত মৌসুমে। আগামী সেপ্টেম্বর থেকে একই কাঠামোয় গড়াবে নতুন মৌসুমও। মোনাকোয় হয়ে গেছে ড্র। অনুষ্ঠান শুরুর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে বিশেষ সম্মাননা জানিয়েছে উয়েফা। যার নাম ‘উইনিং ইট অল’।

ইউরোপের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও সুপার কাপের শিরোপা জিতেছে ইংলিশ জায়ান্ট চেলসি। ইউরোপের একমাত্র ক্লাব হিসেবে এ কীর্তি অর্জন করায় চেলসিকে ‘উইনিং ইট অল’ নামের বিশেষ সম্মাননা জানানো হয়েছে। উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিনের থেকে সম্মাননা গ্রহণ করেন ক্লাবটির সিওও জেসন গ্যানন।

গত মৌসুমে কনফারেন্স লিগ জয়ের মধ্য দিয়ে চেলসি ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সকল মেজর ট্রফি জেতার রেকর্ড গড়ে। কনফারেন্স লিগ ছাড়াও চেলসি জিতেছে দুবার করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, ক্লাব বিশ্বকাপ এবং সুপার কাপ।

২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে চেলসি বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে। গ্রুপপর্বে তাদের ৮ প্রতিপক্ষ- বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আটালান্টা, আয়াক্স, নাপোলি, পাফোস ও কারাবাগ।

Lading . . .