Advertisement

আর্সেনালে বিধ্বস্ত লিডস, জোড়া গোল ইয়োকেরেস

নয়াদিগন্ত

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

জোড়া গোল করেছেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার |ইন্টারনেট
জোড়া গোল করেছেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার |ইন্টারনেট

মৌসুম শুরুর ম্যাচে প্রত্যাশিত জয় মিললেও সন্তুষ্ট ছিল না আর্সেনাল। তবে দ্বিতীয় ম্যাচে এসে আক্রমণাত্মক ফুটবলে সেই অপূর্ণতা অনেকটাই কাটিয়ে উঠল দলটি। রীতিমতো উড়িয়ে দিয়েছে লিডসকে।

শনিবার এমিরেটসে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আরতেতার দল। জোড়া গোল করেছেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার।

শুরুটা অবশ্য আশাজাগানিয়া ছিল না, সুবিধা করতে পারেনি গানাররা। তবে এরপর ঘুরে যায় খেলার মোড়, ৩৪ মিনিটে গোলমুখ খুলেন টিম্বার। ৩৪ মিনিটে ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান।

তবে চার মিনিট পরেই মাঠ ছাড়তে হয় অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। আর্সেনালের জার্সিতে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা ওডেগার্ড লিডসের অ্যান্টন স্টাখের সাথে ধাক্কা খেয়ে চিকিৎসা নিয়েও খেলতে পারেননি।

বিরতির আগে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। এখানেও জড়িয়ে টিম্বারের নাম। ডাচ ডিফেন্ডারের থ্রু ধরে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে জড়ান ইংলিশ এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ পুরোপুরিই আর্সেনালের হাতে চলে যায়। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই দাগ কাটেন ভিক্টর ইয়োকেরেস। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে জোরালো শটে ৩-০ করেন সুইডিশ স্ট্রাইকার।

তবে আনন্দটা পুরোপুরি উপভোগ করার আগেই চিন্তা বাড়ে আবারো। হঠাৎই চোট পান সাকা। বদলি চেয়ে নেন তিনিও। তবে টিম্বারকে আর থামানো যায়নি, হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

মিনিটে আরেকটি কর্নার থেকে গোল করে জোড়া পূর্ণ করেন টিম্বার। আর্সেনাল এগিয়ে যায় ৪-০ গোলে। ব্যবধান ৫-০ করতে অপেক্ষা বাড়ে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস। আর্সেনালের ১৫ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানকে ফাউল করে স্টাখ পেনাল্টি উপহার দেন।

আরও পড়ুন

Lading . . .