Advertisement

ইনজুরিতে পিএসজি তারকা উসমান দেম্বেলে

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

পিএসজি তারকা উসমান দেম্বেলে |ইন্টারনেট
পিএসজি তারকা উসমান দেম্বেলে |ইন্টারনেট

ইনজুরিতে আবারো মাঠের বাইরে চলে গেলেন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ফরাসি তারকা উসমান দেম্বেলে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েই নতুন করে চোটে পড়েছেন তিনি। এর ফলে অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে এই ফরাসি তারকা খেলোয়াড়কে।

পিএসজি আগেই ফ্রান্স জাতীয় দলের মেডিক্যাল টিমকে দেম্বেলের শারীরিক অবস্থা নিয়ে সতর্ক করেছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তাকে খেলানো হয়, আর সেখানেই ঘটে বিপত্তি। তাই জাতীয় দলের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়ায় ক্লাব কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানিয়েছে, দেম্বেলেকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ সময়ে তিনি আটলান্টা ও মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ মিস করবেন।

আগামী ১ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে লড়াইয়েও তার অনুপস্থিত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও দেম্বেলেকে পাবে না পিএসজি। ফলে এ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়তে হলো পিএসজিকে।

এরই মধ্যে আরো এক তারকাকে হারিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে ফরাসি ক্লাবটি। পিএসজির আরেক খেলোয়াড় দিজিরে দুয়ে পায়ের সোলিয়াস পেশির চোটে পড়েছেন। অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য তাকেও মাঠের বাইরে থাকতে হবে। ফলে এক সাথে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে কঠিন সময় পার করছে পিএসজি।

Lading . . .