Advertisement

মূল পর্বে খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

ভোরের কাগজ

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমে এগিয়েও ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের মূল পর্বে খেলা নিশ্চিত করতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা। তবে এখনো সেরা তিন গ্রুপ রানার্সআপ হিসেবে মূল মঞ্চে পারফরমের সুযোগ রয়েছে তাদের।

এ হিসাব খুব একটা জটিলও নয়। লড়াইটা এখন হবে মূলত ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে ‘সি’, ‘ই’ ও জি’ গ্রুপের রানার্সআপদের। ‘জি’ গ্রুপে ৬ পয়েন্ট আর +১১ গোল ব্যবধান নিয়ে সবার ওপরে আছে জর্ডান। দুই নম্বরে রয়েছে ‘সি’ গ্রুপের চাইনিজ তাইপে। তাদের গোল ব্যবধান +৭। ৬ পয়েন্ট আর +৫ গোল ব্যবধান নিয়ে তিন নম্বরে বাংলাদেশ। ৬ পয়েন্ট আর +২ গোল ব্যবধান চার নম্বর লেবানন।

শীর্ষ তিন রানার্সআপের দৌড়ে টিকে রয়েছে এই চার দল। ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন উজবেকিস্তানের মুখোমুখি হবে রানার্সআপ জর্ডান। উজবেকিস্তানের পয়েন্ট ৬ ও গোল ব্যবধান +১৬। ফলে ওই ম্যাচে ব্যবধান খুব বেশি না হলে যে দলই জিতুক দুই দলই কোয়ালিফাই করবে। একদল চ্যাম্পিয়ন হিসেবে, আরেক দল রানার্সআপ।

বাংলাদেশকে তাই নজর রাখতে হবে অন্য দুই গ্রুপে। ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে চীনের মোকাবিলা করবে লেবানন। চীন +১৩ গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ সেরা। ওই ম্যাচে লেবানন হারলেই মূল পর্বে উঠে যাবে বাংলাদেশ। তৃতীয় রানার্সআপ হিসেবে কোয়ালিফাই করবে সাগরিকা-তৃষ্ণারা। তবে লেবানন জয় পেলে কিংবা ড্র করলে জটিল হিসাব মেলাতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। ড্র করলে লেবানন চলে যাবে রানার্সআপে সবার ওপরে। আর জয় পেলে চীন থাকবে সেরা রানার্সআপের দৌড়ে। যদিও ওই ম্যাচে লেবাননের জয়ের সম্ভাবনা ক্ষীণ।

কিন্তু তারা জিতে গেলে বাংলাদেশকে দৃষ্টি রাখতে হবে ‘সি’ গ্রুপে। ৬ পয়েন্ট আর +১৭ গোল ব্যবধানে এগিয়ে এই গ্রুপের সেরা অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সেরা রানার্সআপের দৌড়ে থাকা চাইনিজ তাইপে। অজিদের বিপক্ষে ২-০, ৩-১, ৪-২ কিংবা ৫-৩ ব্যবধানেও তারা হারলে বাংলাদেশ কোয়ালিফাই করবে। আর জিতলে মেলাতে হবে অন্য সমীকরণ।

Lading . . .