Advertisement

বুন্দেসলিগার ‘হ্যান্ডশেক’ নিয়ম, ক্রুসের সমালোচনা

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

টনি ক্রুস
টনি ক্রুস

গত সপ্তাহ থেকে শুরু হওয়া মৌসুমে বুন্দেসলিগায় চালু হয়েছে নতুন একটি নিয়ম, হ্যান্ডশেক ডায়ালগ। নিয়ম অনুযায়ী ম্যাচের ৭০ মিনিট আগে দুদলের অধিনায়ক ও কোচরা মিলে ম্যাচ রেফারির সাথে বৈঠকে বসবেন। নিয়মটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, যোগ হলেন বায়ার্ন মিউনিখ তারকা টনি ক্রুসও।

বুন্দেসলিগা কর্তৃপক্ষ মনে করেন খেলোয়াড়রা ক্রমাগত রেফারির সাথে তর্কে জড়ান, ইচ্ছাকৃতভাবে ফাউল করেন এবং ফুটবল খেলার পরিবর্তে অতিরিক্ত সময় নষ্ট করেন। কিক অফের আগে কোচ এবং অধিনায়কদের রেফারির সাথে দেখা করতে বলার মাধ্যমে লিগ কর্তৃপক্ষ আশা করছেন যে, এটি দুদলের খেলোয়াড় এবং রেফারিদের মধ্যে সম্মানজনক ব্যবহার আনবে এবং ম্যাচ শুরু হওয়ার পর শত্রুতা কমাবে।

প্রকৃতপক্ষে বুন্দেসলিগার বেশিরভাগ ক্লাবের কোচ নিয়মটি পছন্দ করছেন না। ২০১৪ সালের জার্মান জার্সিতে বিশ্বকাপজয়ী টনি ক্রুস নিয়মটির সমালোচনা করেছেন। বলেছেন, ‘আমি এটা শুনে চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। কোয়াসনিয়কে (এফসি ক্লোনের কোচ) বলছিল, কিন্তু জানতাম না যে এ মৌসুম থেকেই চালু হবে। ভিএআর নিয়েই অনেক সমস্যা আছে, এখন আবার এটা।’

‘এটার কোন মূল্য বা প্রয়োজন নেই, বিশেষ করে খেলার আগমুহূর্তে অধিনায়কদের ক্ষেত্রে খুবই অপ্রয়োজনীয়। ব্যাপারটা এমন যে, মনে করেন আপনি খেলার পূর্বে প্রস্তুতির মাঝামাঝিতে আছেন, সেখানে থেকে আপনাকে ডেকে নিয়ে গেল এবং আলাপ করা হল কে কাকে কত ভালোবাসেন, তার ১৫ মিনিট পর খেলা শুরু হল, সেখানে একটা হলুদ কার্ড খেলেন।’

অনেক সমালোচনার মধ্যেও ফ্রেইবুর্গ কোচ জুলিয়ান শুস্টার নিয়মটির সমর্থন জানিয়েছেন। বুন্দেসলিগার প্রতিটা খেলোয়াড় কোচকে ম্যাচের পূর্বে এ নিয়ম মানতে হবে।

Lading . . .