প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা ফুটবলে ক্যারিয়ার শেষের পর কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। একই পথে হাঁটছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে তিনি পেয়েছেন কোচিংয়ে ডিপ্লোমার সনদ।
জামাল কোচিংয়ের লাইসেন্স পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। লিখেছেন, ‘খুশি এবং আপনাদের জানাতে পেরে আনন্দিত যে, আমি কোচিংয়ে ডিপ্লোমার সনদ পেয়েছি। এ লাইসেন্সের সনদ পেয়েছি এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে।’
নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে বুধবার সন্ধ্যায় দেশ ছাড়বে বাংলাদেশ। রওনার দিনে ২৩ সদস্যের দল দিয়েছে ফুটবল ফেডারেশন। নেই হামজা দেওয়ান চৌধুরী ও সামিত সোম। দলের অধিনায়ক হিসেবে নেপালে যাচ্ছেন জামাল।
নেপালে খেলা শেষে অক্টোবরে ঘরের মাঠে এবং পরপরই অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটি হবে ৯ অক্টোবর ঢাকায়, ১৪ অক্টোবর হংকংয়ে।