Advertisement

এবার ভুটানের নারী লিগে খেলতে গেলেন শাহেদা

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

ভুটানে মেয়েদের ঘরোয়া ফুটবল লিগে আগে থেকে খেলছেন বাংলাদেশের ১২ জন। এবার ১৩তম ফুটবলার হিসাবে শুক্রবার গেলেন শাহেদা আক্তার রিপা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমাদের সঙ্গে মাঠ মাতাবেন তিনিও। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ফরোয়ার্ড শাহেদা। দেশের বাইরে এই প্রথম খেলবেন। তার দল ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব, তাদের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি।

ভুটানের নারী লিগে প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলতে যান। এই চারজনই খেলছেন পারো এফসির হয়ে। থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। রয়েল থিম্পু কলেজে এবার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে খেলবেন শাহেদা।

আরও পড়ুন

Lading . . .