Advertisement

সেমিফাইনালে মেসিকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ

চ্যানেল আই

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

কিছুদিন ধরে ঊরুর চোট নিয়ে অস্বস্তিতে ভুগছেন লিওনেল মেসি। মিয়ামির প্রতি ম্যাচের আগেই আলোচনা থাকে বিশ্বজয়ীর খেলা নিয়ে। লিগস কাপের সেমিফাইনালের আগে মেসি অনুশীলন করলেও খেলা নির্ভর করছে শতভাগ ফিটনেসের উপর। শুধু মেসি নন, জর্ডি আলবার শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে দল। জানিয়েছেন মিয়ামির সহকারি কোচ হাভিয়ের মোরালেস।

চেজ স্টেডিয়ামে বৃহস্পতিবার অরল্যান্ডো সিটির বিপক্ষে কাপের সেমিতে নামবে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে লড়াই।

তার আগে মোরালেস বলেছেন, ‘জর্ডি ও লিও অনুশীলন করেছে আমাদের সঙ্গে। পুরো অনুশীলনেই তারা ছিল। এখন আমরা দেখবো দিনভর তাদের উন্নতিটা কেমন হয়। তারপরই একটা সিদ্ধান্ত নেব।’

মেসিকে নিয়ে আলাদা করে তিনি বলেছেন, ‘তার অনুশীলন নিয়ে আমরা খুবই ইতিবাচক। অন্তত দলে থাকবে এটা কল্পনা করতেই পারি।’

মেসি ১৬ আগস্ট এলএ গ্যালাক্সির বিপক্ষে চোট কাটিয়ে মাঠে নামেন এবং ৪৫ মিনিট খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। পরে আবারও চোটের কারণে এক সপ্তাহের জন্য বাইরে আছেন।

Lading . . .