Advertisement

কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের জয়

জনকণ্ঠ

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

কেইনের হ্যাটট্রিক
কেইনের হ্যাটট্রিক

দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হ্যারি কেইন। ৬৪ থেকে ১৪ মিনিটের মধ্যে প্রতিপক্ষের রক্ষণ ল-ভ- করেন তিনি। তিনবার বল জালে পাঠিয়ে করেন হ্যাটট্রিক। এতেই বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ১৯৭১ সালের পর এত অল্প সময়ে মৌসুমের প্রথম ম্যাচে কেউ তিন গোল করেননি। সে বছর ১৪ আগস্ট শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।

শনিবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কেইনের হ্যাটট্রিকে আরবি লাইপজিগকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। এছাড়া জোড়া গোলের দেখা পেয়েছেন মাইকেল ওলিস। আর একটি গোল করেছেন লিভারপুল থেকে বায়ার্নে আসা লুইস দিয়াজ। আরবি লাইপজিগের ওপর বল পজেশন থেকে শট সবদিকেই আধিপত্য দেখিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৯টি শট নিয়ে ১০টিই বায়ার্ন লক্ষ্যে রেখেছিল। প্রথমার্ধে ওলিস দুটি গোল করেন। ২৭ মিনিটে প্রথম ডেডলক ভেঙে বায়ার্নকে লিড পাইয়ে দেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার।

মাঝে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান লিভারপুল ছেড়ে বাভারিয়ান শিবিরে যোগ দেওয়া লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলিসে। বায়ার্ন বড় ব্যবধানে জিতবে অথচ হ্যারি কেইন গোল পাবেন তা অকল্পনীয়! প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ ঘোচালেন একেবারে হ্যাটট্রিক করে।
টটেনহাম থেকে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর এটি কেইনের নবম হ্যাটট্রিক।

আরও পড়ুন

Lading . . .