প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রথম থেকেই আক্রমণ করতে থাকে ভিয়েতনাম। দশম মিনিটে মিডফিল্ডার ফি হোনাংয়ের শট বারে লাগে, গোলবঞ্চিত হয় স্বাগতিক দল। চাপের পুরোটা সময় গোলবারে দুর্দান্ত কিছু বল ঠেকিয়েছেন বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
ম্যাচের ১৫ মিনিটে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিক দল। ফরোয়ার্ড নগুয়েন গক মি’কে অফসাইডের ফাঁদে ফেলতে যায় বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে বসেন তিনি, ১-০তে এগিয়ে যায় ভিয়েতনাম। বাংলাদেশ এসময় পরিকল্পিত কিছু আক্রমণ সাজানোর চেষ্টা করলেও খুব একটা কাজে লাগেনি।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বেশ গতি ও আক্রমণ দিয়ে খেলেছে ভিয়েতনাম। ৩৮ মিনিটে ভিয়েতনাম ভালো একটি আক্রমণ করলেও শ্রাবণকে পরাস্ত করতে পারেনি। ৪১ মিনিটে বাংলাদেশ প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটি পেলেও ফরোয়ার্ড আল আমিনের দুর্বল শট ঠেকাতে বেগ পেতে হয়নি স্বাগতিক গোলকিপার ট্রান তুরান কিয়েনের। পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, ফিনিশিংয়ের অভাবে সুবিধা করতে পারেনি মোরসালিনের দল। ৬৩ মিনিটে আবারও গোল হজমের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। শ্রাবণের দুর্দান্ত সেভে কর্নার আদায় করে নেয় ভিয়েতনাম।
৭৭ মিনিটে বল বারে লেগে আবারও গোলবঞ্চিত হয় ভিয়েতনাম। শেষ ১৫ মিনিটে ভিয়েতনামের আক্রমণের কাছে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। ৮২ মিনিটে আরও একবার দলকে বাঁচান শ্রাবণ। তবে কর্নার থেকে গোল করেন ভিয়েতনাম ডিফেন্ডার লি ভিক্টর, ২-০ গোলে এগিয়ে যায় তারা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবার বল বারে মারেন ভিয়েতনামের ফি হোয়াং। শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।
এ ম্যাচ দিয়ে কিউবা মিচেলের অভিষেক হলেও খুব একটা খুঁজে পাওয়া যায়নি উঠতি মিডফিল্ডারকে। দুর্দান্ত পারফর্ম করেছেন ডিফেন্ডার জায়ান আহমেদ। পারফরম্যান্সে খুঁজে পাওয়া যায়নি অধিনায়ক মোরসালিনকেও। তাকে উঠিয়ে ফাহমিদ সালিককে শেষদিকে কিছু সময়ের জন্য নামানো হয়।