অপ্রতিরোধ্য রোনালদো, রোমাঞ্চকর জয় পর্তুগালের
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

থামছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছরেও যেন দুর্দমনীয় তিনি, দেখাচ্ছেন বুড়ো হাড়ের ভেল্কি। গতরাতেও পেয়েছেন গোলের দেখা, করেছেন নতুন রেকর্ড। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। রোনালদোর রেকর্ড গড়া রাতে জয় পেয়েছে তার দলও।
ইউরোপ অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল।
আগে থেকেই সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল রোনালদোর দখলে। এবার তিনি ভাগ বসিয়েছেন ফিফা বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলের রেকর্ডেও।
হাঙ্গেরির বিপক্ষে রোনালদো খেলেছেন ক্যারিয়ারের ৪৯তম ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচ। সব মিলিয়ে গোল করেছেন ৩৯টি। ৪৭ ম্যাচে সমান ৩৯ গোল আছে গুয়াতেমালার কার্লোস রুইজের।
তবে রুইজকে পেছনে ফেকে এককভাবে এই রেকর্ডের মালিক হতে সমস্যায় পড়তে হবে না রোনালদোকে, বাছাইপর্বে আরো ৪টি ম্যাচ পাচ্ছেন তিনি।
এদিকে হাঙ্গেরির বিপক্ষে দলকে জেতাতে রোনালদো ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বার্নার্দো সিলভা ও জোয়াও কানসেলো। দু’জনেই পেয়েছেন গোলের দেখা।
অবশ্য পর্তুগালকে হতভম্ব করে ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা।
৩০তম মিনিটে সমতা টানার নিশ্চিত সুযোগ পান রোনালদো। জোয়াও নেভেসের পাস ধরে দারুণ শটও নেন তিনি। তবে সেই শট রুখে দেন বালাস তোট। অপেক্ষা বাড়ান পর্তুগালের।
বেশিক্ষণ অবশ্য জাল অক্ষত রাখতে পারেননি বালাস। ৩৬তম মিনিটে জোয়াও কান্সেলোর পাস ধরে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফেরান বের্নার্দো সিলভা।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর ৫৮ মিনিটে রোনালদোর কল্যাণে এগিয়ে যায় পর্তুগিজরা। ডি-বক্সে তার শট বল লোইক নিগুর হাতে লাগলে পেনাল্টি পায় দল, তা থেলে গোল করতে ভুল করেননি সিআর সেভেন।
জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪১টি।
প্রায় ৭০ শতাংশ বল পায়ে রেখে চাপ ধরে রেখেছিল পর্তুগাল। বিপরীতে প্রথম গোলের পর ৮৩ মিনিট পর্যন্ত আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি হাঙ্গেরি। তবে ধারার বিপরীতেই সমতায় ফেরে তারা।
৮৪ মিনিটে আবার প্রতিপক্ষকে চমকে দিয়ে সমতায় ফেরে, হেডে গোলটি করেন ভার্গা। তবে তাদের উচ্ছ্বাস ২ মিনিটও স্থায়ী হয়নি। পুনরায় খেলা শুরু হতেই ফের এগিয়ে যায় পর্তুগাল।
৮৬তম মিনিটে পর্তুগালকে ফের এগিয়ে নেন কান্সেলো। সিলভার পাস পেয়ে বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন আল হিলালের ডিফেন্ডার। শেষ মুহূর্তে জোয়াও ফেলিক্সের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। সব মিলিয়ে বাছাইপর্বে দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে তারা।