আবাহনীর প্রতিপক্ষ আসছে ঢাকায়, কিংস যাবে দোহায়
চ্যানেল আই
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে আবাহনী ও ইউনাইটেড। আবাহনী ক্লাব ও ফেডারেশন উভয় পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৭০ জনের বহর আসছে। ১২ আগস্ট ম্যাচ খেলে আবার পরের দিন চাটার্ড ফ্লাইটেই ঢাকা ছাড়বে দলটি।
এদিকে, আবাহনীতে খেলার জন্য সুলেমানে দিয়াবাতেও ঢাকায় আসছেন। একজন বিদেশি নিয়ে খেলার কথা আকাশী-নীলদের। আর কিংসের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে কাতারের দোহায় হতে চলেছে৷ সেখানে ব্রাজিলিয়ান কোচ ও বিদেশি খেলোয়াড়রাও যোগ দেবেন। কিউবা মিচেলেরও যোগ দেয়ার কথা রয়েছে কিংসে।