Advertisement

অঁরিকে টপকালেন এমবাপে, সামনে শুধু জিরুদ

চ্যানেল আই

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রান্সের রিয়াল মাদ্রিদ তারকা কাইলিয়ান এমবাপের ফ্রান্সের হয়ে গোল সংখ্যা ৫২। ২৬ বর্ষী এমবাপে একে একে ছাড়িয়ে যাচ্ছেন ফ্রান্স কিংবদন্তিদের। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ পেনাল্টি থেকে গোল করে টপকালেন স্বদেশী কিংবদন্তি থিয়েরি অঁরিকে। ফ্রান্সের সর্বকালের সেরা গোলের মালিক হতে এমবাপের সামনে শুধু ওলিভার জিরুদ।

ফ্রান্স ও আর্সেনাল কিংবদন্তি অঁরি ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে ৫১ গোল করেছেন। অপরদিকে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক জিরুদের গোল সংখ্যা ৫৭। ফ্রান্সের জার্সিতে তিনি খেলেছেন ১৩৯ ম্যাচ। যা টপকাতে এমবাপের এখনও দরকার ৬ গোল।

ফ্রান্সের বর্তমান অধিনায়ক এমবাপে। ২০১৭ সালে ১৮ বছর বয়সে অভিষেক হওয়ার পর খেলেছেন ৯২ ম্যাচ। ম্যাচ প্রতি গোলের হিসেবেও সবার চেয়ে এগিয়ে তিনি।

বিশ্বকাপেও ফ্রান্সের জার্সিতে উজ্জ্বল এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাসে সবার চেয়ে বেশি গোল তার, ধারে কাছেও নেই কেউ। ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপে বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে ১২ গোল করেছেন।

ফ্রান্সের তারকা ফুটবলার খেলেছেন টানা দুটি বিশ্বকাপ ফাইনাল। দুই ফাইনালে করেছেন চার গোল। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হারলেও সেদিন হ্যাট্রিক তুলেছিলেন এমবাপে।

Lading . . .