Advertisement

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে পারেন পিএসজির তারকা

ভোরের কাগজ

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

পিএসজি তারকা আশরাফ হাকিমি। ছবি : সংগৃহীত
পিএসজি তারকা আশরাফ হাকিমি। ছবি : সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর মরক্কো তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফৌজদারি আদালতে বিচার শুরু করার আহ্বান জানিয়েছে প্যারিসের প্রসিকিউটররা।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে নান্তের প্রসিকিউটর অফিস জানিয়েছে, এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তদন্তকারী বিচারক।

২৬ বছর বয়সী হাকিমির বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি প্যারিসের উপশহর বোলোন-বিয়ানকুরে নিজের বাসায় এক নারীকে ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগে বলা হয়, ইনস্টাগ্রামে জানুয়ারিতে ওই নারীর সঙ্গে পরিচয় হয় হাকিমির। ঘটনার সময় হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন।

আরো পড়ুন : ইয়ামালের স্বপ্ন পূরণ

পুলিশকে ভুক্তভোগী নারী জানিয়েছেন, হাকিমি তাকে জোর করে চুমু খেতে থাকেন এবং শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। কোনোভাবে পালিয়ে গিয়ে এক বন্ধুর সহায়তায় তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। তবে নারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে রাজি হননি। তবু প্রসিকিউটররা স্বপ্রণোদিত হয়ে মামলা চালিয়ে যাচ্ছেন।

হাকিমির আইনজীবী ফানি কোলিন এই সুপারিশকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমরা শুরু থেকেই শান্ত ও আত্মবিশ্বাসী। যদি বিচার প্রক্রিয়া এগোয়, তাহলে আমরা অবশ্যই আপিল করব। আমার মক্কেল প্রতারণার শিকার।

অন্যদিকে ভুক্তভোগীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো বলেন, প্রতারণার কোনো প্রমাণ নেই। আমার মক্কেল এই সিদ্ধান্তে স্বস্তি বোধ করছেন। সাহস করে ধর্ষণের অভিযোগ করা নারীদের বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না।

রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা হাকিমি খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানে। ২০২১ সালে পিএসজিতে যোগ দেন তিনি। কাতার বিশ্বকাপে মরক্কোকে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে তোলার নায়কও ছিলেন এই ডিফেন্ডার।

Lading . . .