Advertisement

ফ্লাইট বিড়ম্বনায় আরও বিপাকে বাংলাদেশ ফুটবল দল

যুগান্তর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চলতি আন্তর্জাতিক উইন্ডোয় বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে কিছুই যেন ভালো হচ্ছে না। শমিত সোম আসবেন না, আগে থেকেই জানা ছিল; শেষ মুহূর্তে ছিটকে গেছেন হামজা চৌধুরী। তাদের ছাড়াই খেলতে হবে নেপালের বিপক্ষে। এরপর এবার নেপাল যাত্রার আগে আরও বিপাকে পড়ল বাংলাদেশ দল। ফ্লাইট বিড়ম্বনার কারণে দলের সফর সূচিটাও পরিবর্তন করতে হচ্ছে।

নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে দুপুরের আগে নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে ফ্লাইট বিড়ম্বনায় যাত্রা পিছিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান নতুন ফ্লাইট সময় নির্ধারণ করেছে আজ সন্ধ্যা ৭টায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টার দিকে পৌঁছেও খেলোয়াড়দের অপেক্ষায় থাকতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে দল।

এই বিষয়ে টিম ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা বোর্ডিং করে ফেলেছিলাম, এরপর আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। এরপর আমরা জানলাম যে ফ্লাইটে টেকনিক্যাল প্রবলেম হয়েছে।’

৬ ঘণ্টা দীর্ঘ সময় খেলোয়াড়দের খাওয়া, বিশ্রামসহ অনেক বিষয়ই ব্যবস্থা করতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছিল ম্যানেজমেন্টকে। আমের বলেন, ‘পরবর্তীতে শুনলাম অনেক বড় সময় লাগবে, ৭টার সময় ফ্লাইট। এরপর আমরা বিমানের স্টেশন ম্যানেজার আর এমডির সঙ্গে যোগাযোগ করলাম। এরপর বিএফএফের সঙ্গে যোগাযোগ করে যখন আমরা সমাধানের দিকে যাচ্ছিলাম, কী করতে পারে তারা আমাদের জন্য, বিমান তাদের যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে বা খাওয়ার জায়গা আছে, তাদের অনেকের সাথেই খাওয়ার চুক্তি তাদের নাই। ছয় ঘণ্টার জন্য আমরা চাইছিলাম একটা লাউঞ্জ বা অন্য কিছু একটা হলে সেক্ষেত্রে খেলোয়াড়রা একটা বিশ্রাম নিতে পারত।’ তবে দলের পৃষ্ঠপোষক ইউসিবি পরে তাদের লাউঞ্জের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ দলের জন্য।

তবে ফ্লাইট বিপর্যয়ের কারণে ক্ষতি হচ্ছে দলের সূচিতে। আজ নেপালে গিয়ে অনুশীলনে নামার কথা ছিল দলের। সেটা হচ্ছে না, তা নিশ্চিত। হোটেলে রিকভারি সেশন করার মতো সময়ও আজ দলের সামনে থাকছে না।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচগুলোকে প্রস্তুতি হিসেবে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ২৩ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন জামাল ভুঁইয়া, তপু বর্মণ, রহমত মিয়া, তারিক কাজী, রাকিব হোসেনসহ নিয়মিত তারকারা।

তবে হামজা-শমিত নেই এই দলে। অনূর্ধ্ব-২৩ দলে থাকায় নেই ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও।

Lading . . .