Advertisement

‘ফিলিস্তিনি পেলে’কে নিয়ে উয়েফার পোস্ট, সত্য

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

‘ফিলিস্তিনি পেলে’কে নিয়ে উয়েফার পোস্ট, সত্য
‘ফিলিস্তিনি পেলে’কে নিয়ে উয়েফার পোস্ট, সত্য

ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহত ‘ফিলিস্তিনি পেলে’ খ্যাত সুলেইমান আল-ওবেইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। কিন্তু সেই পোস্টে ফিলিস্তিনি কিংবদন্তি কীভাবে নিহত হলেন সে বিষয়টি উল্লেখ করেনি তারা।

বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। উয়েফার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শ্রদ্ধাবার্তায় মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এই মিশরীয় তারকা।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) বৃহস্পতিবার জানিয়েছিল, ৪১ বছর বয়সী ওবেইদ দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় নিহত হন। আন্তর্জাতিক অঙ্গনে ২৪ ম্যাচে ২ গোলসহ ক্যারিয়ারে শতাধিক গোল করেছেন তিনি। পিএফএ তাকে অভিহিত করেছে ‘ফিলিস্তিনি পেলে’ নামে।

উয়েফা শুক্রবার এক্সে পোস্ট করে লিখেছিল, “বিদায় সুলেইমান আল-ওবেইদ, ‘ফিলিস্তিনি পেলে’। অন্ধকার সময়েও যিনি অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন। ”

শনিবার সালাহ ওই পোস্ট উদ্ধৃত করে প্রশ্ন তোলেন, ‘আপনারা কি বলতে পারেন, তিনি কিভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ৩০০-এর বেশি মানুষ।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৮ জন নিহত এবং ৪৯১ জন আহত হয়েছেন ইসরায়েলি আক্রমণে। জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষদিকে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে সালাহ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং নিরীহ প্রাণহানি বন্ধে বিশ্ব নেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .