Advertisement

ইউনাইটেড অসাধারণ সব খেলোয়াড় হারাচ্ছে: পগবা

চ্যানেল আই

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হয়ে এসে রুবেন আমোরিম প্রথমেই মার্কাশ র‍্যাশফোর্ডেকে ছাড়া দল সাজান। ২০২৪ সাল থেকে দলে সুযোগ পাচ্ছেন না ইংলিশ তারকা। একসময় ধারে অ্যাস্টন ভিলায় পাঠানো হয় তাকে। গত রাতে ধারেই বার্সেলোনায় যোগ দিয়েছেন ২৭ বর্ষী র‍্যাশফোর্ড। তার চলে যাওয়া নিয়ে কড়া মন্তব্য করেছেন ইউনাইটেডে সাবেক সতীর্থ পল পগবা।

র‍্যাশফোর্ডের উপর বার্সার নজর অনেকদিনের। আপাতত সমঝোতা হয়েছে ধারের। পরে কিনে নিতেও পারবে কাতালান ক্লাবটি। এদিকে পগবা বলছেন, ইউনাইটেডের জন্য নেতিবাচক হলেও এই যাওয়া র‍্যাশফোর্ডের জন্য ভালো সিদ্ধান্ত। ফরাসি তারকা ইউনাইটেডের সিদ্ধান্তকে ভুলও বলেছেন।

‘আমি র‍্যাশফোর্ডের জন্য খুশি, কারণ ইউনাইটেড তাকে যোগ্য সম্মান দেয়নি। ইউনাইটেডের জন্য এটা খুব খারাপ, কিন্তু বার্সার জন্য অসাধারণ সিদ্ধান্ত।’

‘আমি মনে করি এটা কোচের দোষ না। প্রত্যেক কোচের একটা বিশ্বাস থাকে খেলোয়াড়দের উপর। তারা জিততে চায়, না পরলে সে খেলোয়াড়কে ছাড়াই আগাতে হবে।’

২০১৬ থেকে ২০২২ মৌসুমে পগবা ও র‍্যাশফোর্ড ইউনাইটেডে জুটি বেধেছেন। একত্রে ১৮৭ ম্যাচ খেলেছেন। র‍্যাশফোর্ডের ৪ গোলে পগবা সহযোগিতা করেছেন, আর পগবার ৫ গোলে ইংলিশ তারকার অবদান ছিল।

Lading . . .