চতুর্থ সন্তানের আগমনে পিএসজি থেকে উপহার পেলেন নেইমার
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

নেইমার জুনিয়র ও বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি জুটির সংসারে নতুন অতিথি এসেছে ৫ জুলাই। নেইমারের চতুর্থ সন্তান, আর বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান হয়ে এসেছে কন্যা। নাম রাখা হয়েছে মেল। ব্রাজিলিয়ান তারকার সুসংবাদে চার সন্তানের নামখচিত জার্সি উপহার পাঠািয়েছে তার সাবেক ক্লাব পিএসজি।
৩৩ বর্ষী নেইমার পিএসজির উপহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ফ্রান্সের ক্লাবটিকে বিশেষ উপহারের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ছোট্ট মেলের পৃথিবীতে আসার বার্তা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন মা ব্রুনা। ঈশ্বরের কাছে পরিবারের মঙ্গলকামনা করেছেন। সান্তোসে ফিরে যাওয়ার আগে নেইমার ছুটি কাটিয়েছেন সদ্যোজাত কন্যার সাথে।
নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে মধ্যপ্রাচ্যের ক্লাব আল-হিলালে খেলতে সৌদি আরবে গিয়েছিলেন। চোটে সেখানে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়। আল-হিলাল ছেড়ে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন। ব্রাজিলিয়ান ক্লাবটিতে কদিন আগে চুক্তিও বাড়িয়েছেন।