লিভারপুল ছেড়ে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন নুনিয়েজ
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫
লিভারপুল ছেড়ে ফুটবলাররা কই যাচ্ছেন? একের পর এক দল পরিবর্তনের পালা। গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল লিভারপুল ছাড়তে যাচ্ছেন দলের দুই তারকা ফরোয়ার্ড। সেই গুঞ্জনকে সত্যি করে কয়েক সপ্তাহ আগে বায়ার্ন মিউনিখে পা রাখলেন কলম্বিয়ান লুইস দিয়াজ।
এবার সেই তালিকায় যুক্ত হলেন উরুগুইয়ান তারকা ফুটবলার দারউইন নুনিয়েজ। প্রায় ৭৫১ কোটি টাকা (৬২ মিলিয়ন ডলার) খরচ করে তাকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
ফ্যাব্রিজিও রোমানো জানালেন, নুনিয়েজকে নিয়ে মৌখিক চুক্তিতে সম্মত হয়েছে সব পক্ষ। তিন বছরের চুক্তিতে মূল ফি ৫৩ মিলিয়ন ইউরো, সাথে অ্যাড-অন। ইনজাঘির পরিকল্পনায় নুনিয়েজ অন্যতম, মেডিক্যালের পরই হবে আনুষ্ঠানিক ঘোষণা।
লিভারপুলও বসে নেই। রোমানো আরো জানান, নুনিয়েজ বিক্রির অর্থ দিয়ে তারা আক্রমণভাগে বড়সড় ঝাঁপ দিতে প্রস্তুত। লক্ষ্য নিউক্যাসলের আলেক্সান্ডার ইসাক। শোনা যাচ্ছে, ২০০ মিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে এগোতে পারে অ্যানফিল্ডের ক্লাবটি, যা ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে দেবে।
২০২২ সালে ৭৬ মিলিয়ন ডলারে বেনফিকা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন নুনিয়েজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে তার গোল ৪০টি, প্রিমিয়ার লিগে ৯৫ ম্যাচে ২৫টি। তবে ধারাবাহিকতা ছিল না, সমালোচনাও ছিল তীব্র।
ইসাকের নাম লিভারপুলের ট্রান্সফার লিস্টে অনেক দিন ধরেই। মাঝপথে আলোচনা থেমে গেলেও, সম্প্রতি নিউক্যাসলে তার একক অনুশীলনের খবর নতুন করে জল্পনা ছড়িয়েছে। বিকল্প হিসেবে পিএসজির ২২ বছর বয়সী ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাও আছেন লিভারপুলের নজরে।