সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

এএফসি এশিয়ান কাপে প্রথমবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী জাতীয় দল। বয়সভিত্তিক দলের সামনেও হাতছানি ইতিহাস গড়ার। এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপে বাছাইয়ের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার মেয়েদের সঙ্গে জিতলে তো বটেই, ড্র করলেই প্রথমবার প্রতিযোগিতাটির মূলপর্বে খেলার টিকিট কাটবে লাল-সবুজের দল।
লাওস জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায় সাউথ কোরিয়ার মেয়েদের মুখোমুখি হবে আফঈদা খন্দকারের দল। ম্যাচের প্রতিপক্ষকে ঠেকিয়ে দেয়ার কাজটা খুব বেশি সহজ হবে না বাংলাদেশের। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এইচ’ গ্রুপে। এ গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া থাকলেও টেবিলে সুবিধানজক অবস্থানে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাগরিকা-উমেলারা। শেষ ম্যাচে জিতলে তো কথাই নেই, ড্রতেও আছে সুযোগ! টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে।
রোববার সাউথ কোরিয়ার সঙ্গে যদি ড্র করে বাংলাদেশ, তাহলে হেড টু হেড একই থাকবে। এরপর গ্রুপের মধ্যে গোলব্যবধান দেখা হবে, সেটাও সমান থাকবে। এরপর ধরা হবে বেশি গোলের হিসেব। বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল, আর কোরিয়া ১০। এতে ড্র হলে বাংলাদেশ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন।
আর যদি হেরে যায়, তবুও সুযোগ থাকবে। তখন সব গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূলপর্বের টিকিট পাওয়া যাবে। ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে এবারের বাছাইপর্ব। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে হতে চলা মূল আসরে।