Advertisement

অবশেষে দেশে ফিরতে চলেছেন জামাল-তপুরা

চ্যানেল আই

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আটকা পড়েছিল। ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলে জামাল-তপুদের দেশে ফেরার কথা থাকলেও দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি। এরপর দেশটির ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছিল দল।

অবশেষে দেশে ফেরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। টিম হোটেল থেকে বৃহস্পতিবার সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাঠমান্ডুর দূতাবাসের সম্মিলিত প্রচেষ্টায় দেশে ফিরতে পারছে জাতীয় দল। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভারেজ করতে যাওয়া বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকরাও একই ফ্লাইটে ফেরার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেটি বাতিল হয়ে যায়।

বুধবার মিডফিল্ডার সোহেল রানা বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, গতকালের থেকে আজকে আমাদের দলের অবস্থা ভালো। কারণ গতকাল নেপালে যে অবস্থা ছিল তার চেয়ে আজকে অনেক শান্ত। আর্মি সবকিছু দেখতেছে, এজন্য কোনোরকম ঝামেলা বা ওরকম কিছু নেই।’

Lading . . .