Advertisement

ইউনাইটেডের ম্যানেজার থাকতে পারব কিনা জানি না: আমোরিম

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলছেন, তিনি পরিকল্পনা করছেন আপাতত ক্লাবে কোচের দায়িত্ব টিকিয়ে রাখা। কারণ তার মনে হচ্ছে, এবারের আন্তর্জাতিক বিরতির পর তিনি কোচ থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না। ফুটবলে আগামী সোমবার থেকে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শুরু হবে।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে খেলতে আসবে বার্নলি। এ ম্যাচের আগে চাপ বেড়েছে পর্তুগীজ কোচের উপর। কারণটা হল কারাবাও কাপে দ্বিতীয় লিগের দল গ্রিমসবাই টাউনের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি রেড ডেলিভলরা।

নিজের অবস্থান জানাতে আমোরিম বলেছেন, ‘আমি জানি না কি ঘটতে যাচ্ছে। কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার ধারণার মধে আছে কিন্তু ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা বলতে পারছি না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার এবং আমার মনে হয় কোনো পরিবর্তন হবে না।’

‘আমি অনুভব করছি খেলোয়াড়েরা এখনও তাদের অতীত নিয়ে পড়ে আছে। এটা ফলাফলের ব্যাপার না, এটা আমাদের খেলার ধরণ। গত ম্যাচের আমাদের কিছু ভালো মুহুর্ত ছিল, যখন কিছু কঠিন হয়ে যাচ্ছে সবাই নিজেদের মত চেষ্টা করে যাচ্ছে।’

আমোরিম আরও বলেন, ‘ফুটবল হল মজার খেলা কারণ আমাদের প্রাক মৌসুম ভালো গিয়েছিল। আর্সেনালের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলে হেরেছিলাম, কিন্তু ফুলহ্যামের বিপক্ষে ৩০ মিনিট স্পষ্টতিই আমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল। সেটাই আমরা পরবর্তী ম্যাচ পর্যন্ত বয়ে নিয়েছি।’

Lading . . .