Advertisement

ম্যানচেস্টার ডার্বি জিতে শিরোপার লড়াইয়ে ফিরল সিটি

নয়াদিগন্ত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ম্যানচেস্টার ইউনাইটেকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি |সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি |সংগৃহীত

ম্যানচেস্টার ডার্বির নামের যে উত্তাপ, মাঠের লড়াইয়ে তার আঁচ লাগল না একটুও। সাদামাটা ফুটবল খেলেই জয় তুলে নিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।

ম্যানসিটির মৌসুমটা শুরু হয়েছিল একটু ঢিমেতালে, একটা জয়ের পর টানা দুই হার। তবে রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সিটিকে পাওয়া গেল চেনা ছন্দে, দেখেছে জয়ের মুখ।

আগের তিন ম্যাচের কেবল একটিতে বদলি নেমে মাত্র ১৫ মিনিট খেলেছিলেন ফিল ফোডেন। তবে ম্যানচেস্টার ডার্বিতে সুযোগ পেলেন শুরুর একাদশে। তার নৈপুণ্যেই লক্ষ্যে প্রথম প্রচেষ্টায় এগিয়ে যায় সিটি।

১৮তম মিনিটে জেরেমি ডোকুর ডি-বক্সে বাড়ানো বল হেডে জালে জড়ান ফোডেন। এই গোলটা বাদে প্রথমার্ধে উল্লেখযোগ্য আর কিছুই করতে পারেনি দু’দলের কেউ। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় কিছুটা গতির দেখা মেলে। যার সুফল হিসেবে ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ায় সিটি। ফোডেনের পাস ধরে ডোকু এগিয়ে দেন হলান্ডের দিকে, যা নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন হলান্ড।

২ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলও পেতে পারতেন হলান্ড, তবে ছয় গজ বক্সের পাশে থেকে তার শট পোস্টে আটকে যায়। তবে ৬৮ মিনিটে ঠিকই তৃতীয় গোলটা আদায় করে নেন তিনি।

বের্নার্দো সিলভার থ্রু পাস মাঝমাঠে ধরে, ছুটে গিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি। সব মিলিয়ে এবারের লিগের চার ম্যাচে নরওয়ে তারকার গোল হলো ৫টি।

আর ধরনের সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ১১ গোল! গত ১০ দিনেই করেছেন ৮ গোল।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ইউনাইটেড।

আরও পড়ুন

Lading . . .