Advertisement

২৭ গোলের ম্যাচে ম্যানইউয়ের লজ্জা

নয়াদিগন্ত

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

রূপকথার গল্প লিখে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেয় গ্রিমসবি |ইন্টারনেট
রূপকথার গল্প লিখে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেয় গ্রিমসবি |ইন্টারনেট

নামেভারে-শক্তি সামর্থ্যে ঢের এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাস-ঐতিহ্যেও বেশ সমৃদ্ধ তারা। অথচ এই দলটা হেরে বসল লিগ ফোরের (চতুর্থ সারির লিগ) দল গ্রিমসবি টাউনের কাছে!

এমন ঘটনাই ঘটেছে কারাবাও কাপে। বুধবার ঘরের মাঠে গ্রিমসবি টাউনের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতার পর টাইব্রেকারে ১১-১২ ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।

তাতে দ্বিতীয় রাউন্ডেই থেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের পথচলা। এই হারে কারাবাও কাপ থেকে ছিটকে গেছে রুবেন আমোরিমের দল।

ব্লান্ডেল পার্কে অনুষ্ঠিত ম্যাচে মূল ৯০ মিনিটে ২-২ গোলের ড্রয়ের পর সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। সেখানেই এক নাটকীয় শুটআউটে হেরে যায় ইউনাইটেড।

অবশ্য প্রথমার্ধে দাপট দেখায় গ্রিমসবি। ২২ মিনিটে চার্লজ ভারনাম গোল করে দলকে এগিয়ে নেন। ৩০ মিনিটে তাইরেল ওয়ারেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৭৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে তারা।

শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরার চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৫ মিনিটে ব্রায়ান এমবিউমো দারুণ শটে গোল করে ব্যবধান কমান। আর ৮৯ মিনিটে হ্যারি মাগুইয়ারের গোলে সমতায় ফেরে রেড ডেভিলসরা।

ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর সেই টাইব্রেকারেই তাদের কপাল পোড়ে। যেখানে প্রথম পাঁচ শটে উভয় দলই একটি করে সুযোগ নষ্ট করে। এরপর টানা ৭ শটে আর কোনো ভুল করেনি কেউ।

তবে ১২তম শটে গ্রিমসবি গোল করার পর এমবিউমোর ব্যর্থতায় বিদায় নিতে হয় ইউনাইটেডকে। আর রূপকথার গল্প লিখে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেয় গ্রিমসবি।

প্রিমিয়ার লিগেও মৌসুমটা ভালো যাচ্ছে না রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের। মৌসুমের প্রথম ম্যাচে আর্সেনালের কাছে ০-১ গোলে হারে। পরে ফুলহ্যামের সাথে ১-১ ড্র করেছে রুবেন আমোরিমের দল।

আরও পড়ুন

Lading . . .