গাজায় ‘ফিলিস্তিনি পেলে’ নিহত, সালাহর ক্ষোভের জবাব নেই উয়েফায়
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য নিতে গিয়ে ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবাইদ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন কদিন আগে। ফিলিস্তিনের পেলে-খ্যাত তিনি। তাকে শ্রদ্ধা নিবেদন করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির শ্রদ্ধা নিবেদনের সমালোচনা করেছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ।
বুধাবার গাজায় ৪১ বর্ষী সুলেমানের মৃত্যুর পর ফিলিস্তিন ফুটবল জানায় দেশটির ক্রীড়াঙ্গনে ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর সংখ্যা এখন ৩২১ জন। পশ্চিমা বিশ্বে ইসরায়েলি হামলা ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের কারো মৃত্যুতে সাধারণত কোন প্রতিবাদ দেখা যায় না, দেখানো হয় শুধু শ্রদ্ধা ও সমবেদনা।
এজন্যই চটেছেন মিশরীয়া তারকা। উয়েফা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘সুলেমান আল-ওবাইদ, ফিলিস্তিনি পেলেকে বিদায়। একজন প্রতিভাবান যিনি অগণিত শিশুকে আশা দিয়েছিলেন সবচেয়ে অন্ধকার সময়ে।’
উয়েফার বার্তার জবাবে সালাহ লিখেছেন, ‘আপনি (উয়েফা) কি আমদের বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’ সালাহার এমন জবাবের কারণ, উয়েফা এখানে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায়নি।
লিভারপুলের মিশরীয় তারকা গাজার মানুষের প্রতি সবসময় সহানুভূতি প্রকাশ করে আসছেন। দুবছর আগে তিনি এই অঞ্চলে ত্রাণ কার্যক্রমের তহবিল সংগ্রহের জন্য মিশরীয় রেডক্রসকে অনুদান দিয়েছিলেন।
সুলেমান ফিলিস্তিন ক্লাব খাদামাত আল-শাতিতে ক্যারিয়ার শুরু করেন। পরে পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাবে এবং পরে গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। ফিলিস্তিনি তারকা ১০০টির বেশি গোল করেছেন।