প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবার এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করতে চলেছে ফুটবল ফেডারেশন। যার অংশ হিসেবে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাবে ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনদের দল।
থাই মেয়েদের বিপক্ষে ম্যাচ দুটি লাল-সবুজের দল খেলবে অক্টোবরের শেষদিকে। বাংলাদেশ ফুটবলের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন একথা। কোচ পিটার জেমস বাটলার ছুটি কাটিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি দলের দায়িত্বে ফিরবেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে। ভিয়েতনাম এবং আজারবাইজানকে আমন্ত্রণ জানানো হয়েছে। নভেম্বর-ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজটি খেলার পরিকল্পনা।
এশিয়ান কাপ নিয়ে বাফুফের আরও কিছু পরিকল্পনা রয়েছে। জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতির জন্য জাপানে ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছেন মাহফুজা আক্তার কিরণ।